বাংলাদেশ অধ্যায়ন করছেন একজন বিদেশি ছাত্রী। আবার মেডিকেলে পড়ছেন। ইতোপূর্বে একাধিক ডার্মাটোলজিস্ট দেখিয়েছেন। ওষুধপত্রও কমবেশি সেবন করেছেন। আমি উক্ত ছাত্রীর চুলপড়ার ধরন, কারণ এবং তার ব্যক্তিগত চুল পরিচর্যার নানাদিক জানতে চাই। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও রোগীর ইতিহাস জেনে বুঝা গেল না তার চুলপড়ার কোনো কারণ থাকতে পারে। ছাত্রীটির স্বাস্থ্য ভালো, রক্তশূন্যতা একেবারেই নেই। বরং হিমোগ্লোবিন ১৩-১৪ এর কম হবে না। যেখানে মেয়েদের রক্তের হিমোগ্লোবিন ১০-১১ থাকলেই স্বাভাবিক ধরা হয়। রোগী বলা ঠিক হবে না।...

